এন্ড্রয়েড মোবাইল পানিতে পড়লে করণীয় | বৃষ্টির পানিতে ভিজলে করণীয়

এন্ড্রয়েড মোবাইল পানিতে পড়লে করণীয় | বৃষ্টির পানিতে ভিজলে করণীয়
এন্ড্রয়েড মোবাইল পানিতে পড়লে করণীয়:
প্রথমত আপনি যা করবেন:
১. মোবাইলটি পানি থেকে তুলবেন আর সাথে সাথে ব্যাটারী খুলে নিবেন কোন অবস্থাতেই ভালোভাবে শুকানোর আগে ব্যাটারী লাগাবেন না।২. তারপর সাবধানতার সাথে আপনার মোবাইলটি ভালোভাবে ঝাঁকানি দিয়ে ঝাড়তে থাকুন, যতক্ষন না সব পানি বের হয়ে যায় ততক্ষন পর্যন্ত ঝাঁড়ুন।
৩. তারপর আপনার কাছে যদি ১০০ ওয়াট লাইটের বাল্ব থাকে তা জ্বালিয়ে বাল্প থেকে মোবাইলটি কিছুটা দুরে রেখে শুকাতে দেন আর খেয়াল রাখুন যে মোবাইলটি গরম হচ্ছে কি না যদি দেখেন গরম হচ্ছে হাত দেওয়া যাচ্ছে কিন্তু কিছু যেন গলে বা পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখুন। এভাবে ৩০ মিনিট মত গরম অবস্থায় বাল্পের তলায় রাখুন দেখবেন শুকিয়ে গেছে। বাল্ব থেকে ৬ ইঞ্চি নিচে মোবাইল রাখবেন তাহলে সহজে শুকিয়ে যাবে।
৩. মোট কথা কোন অবস্থাতে ভেজা মোবাইলটিতে ব্যাটারী লাগিয়ে অন করা যাবে না এক মাত্র ভালোভাবে শুকানোর পরেই মোবাইলে ব্যাটারী লাগিয়ে অন করতে হবে। আর যদি ভেজা অবস্থায় ব্যাটরী লাগিয়ে মোবাইল অন করেন তাহলে মোবাইল শর্টশার্কিট হয়ে একেবারে নষ্ট হয়ে যেতে পারে। তাই নিশ্চিত করুন যে আপনার ফোনটি ভালোভাবে শুকিয়েছে কি না।
৪. যদি অনকরার প্রয়োজন হয় তাহলে মোবাইলের পাওয়া সাপ্লাই দিয়ে অন করে দেখতে পারেন। পাওয়ার সাপ্লাই হয়ত আপনার কাছে নাও থাকতে পারে তবে মোবাইল সার্ভিস এর দোকানে থাকবে। তবে ধর্য তরে শুকাতে থাকুন বিশ্বাস করুন নষ্ট হবে না।
ভেজা মোবাইল শুকানোর কিছু পদ্ধতি সমূহ:
- মোবাইলের সব কিছু খুলে সূর্যের আলোতে ভালো ভাবে শুকাতে পারেন।
- ১০০ ওয়াট লাইটের বাল্বের নিচে রেখে শুকাতে পারেন।
- হটগান দ্বারা শুকাতে পারেন বাতাসটি বাড়িয়ে দিয়ে তাপ দিলে শুকাবে।
- অথবা ব্লুয়ার দ্বারা মোবাইলটি খুলে ভালোভাবে বাতাস দিয়ে শুকাতে পারেন।
No comments