রাষ্ট্রায়াত্ত টেলিকম অপারেটর টেলিটক শিগগিরই গ্রাহকদের ‘প্রথম পছন্দ’ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
রাষ্ট্রায়াত্ত টেলিকম অপারেটর টেলিটক শিগগিরই গ্রাহকদের ‘প্রথম পছন্দ’ হয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
রোববার টেলিটকের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নব নির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে মন্ত্রীর এমন আশাবাদের কথা আসে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘জন মানুষের প্রত্যাশা অনুযায়ী’ টেলিটককে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে মোস্তাফা জব্বার অনুষ্ঠানে বলেন, “টেলিটককে মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে যেতে আমরা কাজ শুরু করেছি এবং সেদিন বেশি দূরে নয়, যে দিন টেলিটক হবে মানুষের প্রথম পছন্দ।”
মন্ত্রী দাবি করেন, দুর্গম পার্বত্য অঞ্চল এবং সুন্দরবনসহ হাওর, দ্বীপ ও চরাঞ্চলে ইতোমধ্যে মানুষ টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করতে পারছে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশে ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার মোবাইল গ্রাহকের মধ্যে টেলিটক ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৪৬ লাখ ১২ হাজার।
অন্যদিকে দেশের তিন বেসরকারি অপারেটরের মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৭ কোটি ৭৫ লাখ ৯২ হাজার, রবির গ্রাহক ৫ কোটি এক লাখ ২৬ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার।ডিজিটাল প্রযুক্তিকে এগিয়ে নিতে প্রকৌশলীদের ভূমিকা তুলে ধরে মন্ত্রী অনুষ্ঠানে বলেন, “আমাদের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী। আমরা অনেক ক্ষেত্রেই বিদেশি প্রকৌশলীদের উপর এখন আর নির্ভরশীল নই। তারা শ্রেষ্ঠ সফটওয়্যারও তৈরি করছে বিদেশিদের হটিয়ে। আমাদের মেধাবী সন্তানরা আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতায় বিশ্বের ১৭৪টি দেশকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেছে।”
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ টেলিটক শাখার সভাপতি রনক আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বক্তব্য দেন।
No comments