Header Ads






৭৯ প্রশ্নে ঝুলে গেছে টিকটকের ভাগ্য!




 *টিকিট কাটতে এই লিংকে ক্লিক করুন।

লাদাখ নিয়ে চীন-ভারত সংঘর্ষ এর কারণে ভারতে নিষেধাজ্ঞা জারি করা হয় টিকটকসহ ৫৯টি চিনা অ্যাপসের ওপর।এবার টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপকে ৭৯টি প্রশ্ন নিয়ে একটি প্রশ্নমালা পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেই প্রশ্নের জবাব দেওয়ার শেষ দিন বুধবার (২২ জুলাই)।

মূলত কনটেন্ট সেন্সর, বিদেশি সরকারের হয়ে কাজ করাসহ অ্যাপ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছে ভারত সরকার।টিকটক যদি সেই ৭৯টি প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিতে পারে এবং তাতে ভারত সরকার সন্তুষ্ট হয় তবেই মিলবে ছাড়পত্র। উঠে যাবে নিষেধাজ্ঞা। আগের মতো রমরমিয়ে ব্যবসা করতে পারবে টিকটক, হ্যালো, ইউসি ব্রাউজারগুলো।

 *টিকিট কাটতে এই লিংকে ক্লিক করুন।

তবে ভারতের সংশ্লিষ্ট মহলের মতে ব্যান হওয়া অ্যাপগুলোর ফিরে আসার সম্ভবানা খুবই ক্ষীণ। যদিও টিকটকের তরফে জানানো হয়েছে ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তারা। ভারতে ব্যবসা বৃদ্ধির তাগিদে সম্প্রতি বাইটডান্স বিপুল সংখ্যক টাকা বিনিয়োগও করেছে। তবে ভারতের স্বার্থকেই যে সর্বাধিকার দেওয়া হবে, তা পরিষ্কার করেছে কেন্দ্রও।  আর সেজন্যই চিনা অ্যাপের জবাব পুনঃবিবেচনা করেই সিদ্ধান্ত নেবে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়।

 *টিকিট কাটতে এই লিংকে ক্লিক করুন।

No comments

রাষ্ট্রায়াত্ত টেলিকম অপারেটর টেলিটক শিগগিরই গ্রাহকদের ‘প্রথম পছন্দ’ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

রাষ্ট্রায়াত্ত টেলিকম অপারেটর টেলিটক শিগগিরই গ্রাহকদের ‘প্রথম পছন্দ’ হয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্ত...

Theme images by enot-poloskun. Powered by Blogger.